মিরপুরে সংঘর্ষ: বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আজ শুক্রবার পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকালের সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। আজ আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৮ জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের ওপর অস্ত্রসহ হামলা চালায় এবং লাঠিপেটা করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments