প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের 'দৃশ্যমান কোনো অর্জন' নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

আজ শুক্রবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, 'এই সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি তা হলো কুশিয়ারা নদীর ৫৩ কিউসেক পানি। এছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।'

তিনি আরও বলেন, 'বরং আমরা দেখতে পারছি যে, ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনার জন্য; ভারতের কাছ থেকে। আর বলা হয়েছে যে, সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এই কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে ১ জনকে হত্যা করা হয়েছে, আর ২ জন নিখোঁজ হয়েছে- এই হচ্ছে প্রাপ্তি।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪ দিনের সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। এই সফরকালে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, 'আমরা আগেও বলেছি যে, সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী (এ কে আব্দুল মোমেন) বলেছিলেন- তিনি ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন যে, আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্যে তারা যেন ব্যবস্থা নেয়।'

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি যে সমস্ত গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বিশ্ব সবসময় সারাবিশ্বের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগনের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভুমিকা অক্ষুন্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারতও তাদের যে গণতান্ত্রিক যে চরিত্র, সেই চরিত্রকে অক্ষুন্ন রাখবে।'

'ফের রেইন অব টেরর শুরু হয়েছে'

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গায়েবী মামলা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে, ইতোমধ্যে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩ জন নেতা নিহত হয়েছেন। আমি গতকাল পাকুন্দিয়াতে মারাত্মকভাবে আহত ছাত্রদলের ১৪ বছরের এক ছেলেকে দেখতে গিয়েছিলাম। তার ফুসফুসি, লিভার ও কিডনিতে গুলি লেগেছে। সে রক্ত বমি করছ। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন তার জীবনরক্ষার জন্য।

'এছাড়াও অনেকের চোখ চলে গেছে, কারো মাথা ফাঁক হয়ে গেছে। সারাদেশে এখন আবার রেইন অব টেরর, সন্ত্রাসের রাজত্ব তারা আবার শুরু করেছে। আমি বলতে চাই, সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না।'

বিএনপি মহাসচিবের ভাষ্য, 'বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করেও না। এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে, মিডিয়াতে কোথাও কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের চিত্র যা এসেছে তা আওয়ামী লীগের। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা চড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগনের শক্তি দিয়ে এদেরকে পরাজিত করব।'

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।

এই সময়ে মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Police charge baton, use water canons on protesting Ebtedai madrasa teachers

They were on their way to Chief Adviser's Office demanding nationalisation of all Ebtedai institutions

46m ago