অলি ও বদরুদ্দোজার নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে: আব্দুর রহমান
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ও বিকল্প ধারার বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
২০০৬ সালে গঠিত এলডিপি ২০১২ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে প্রবেশ করে। বদরুদ্দোজা চৌধুরীর ২০০৪ সালে বিকল্প ধারা প্রতিষ্ঠা করেন।
আব্দুর রহমান বলেন, বিএনপির ২ উইকেট পড়েছে। অলি আহমদ ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আরেক দিকে জামায়াত বিএনপিকে তালাক দিয়েছে। বিএনপির অধিকাংশ নেতা-কর্মীরা গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, তারা খালেদা জিয়া ও তারেককে বাদ দিয়েই আগামী নির্বাচনে আসবেন এবং তারা নির্বাচনে আসলে শেখ হাসিনা সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেবে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতারও ঠিক নেই, ভোটারও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে আসামি, আর তারেক রহমান লন্ডনে পলাতক। দলের নেতাই যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে? তাই তারা ভয় পায় যে, নির্বাচনে ভরাডুবি হবে।
সম্মেলনে সভাপতিত্বে করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমূখ।
আব্দুর রহমান আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
Comments