পিরোজপুরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৮
পিরোজপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের বিরুদ্ধে ডাকা বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আজ শুক্রবার বিকেলে পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ হামলা ঘটনা ঘটে।
এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে ছাত্রলীগ নেতা ইফতেখার মাহামুদ সজলের নেতৃত্বে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় লোহার রড নিয়েও তারা হামলা করে।'
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কর্মসূচিতে যোগ দিতে আসা নেতা-কর্মীদের ওপর শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।'
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজল ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের কালীবাড়ি সড়ক থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন শ্লোগান দিয়ে মিছিল করছিল। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া, হামলার কোনো ঘটনা ঘটেনি।'
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাসুদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেসময় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'
বর্তমানে শহরের পরিস্থিতির শান্ত আছে বলেও জানান ওসি।
Comments