পদ্মা সেতু দিয়ে ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজার মোটরসাইকেল

মোটরসাইকেলে করে পদ্মা সেতু পারের অপেক্ষা। ছবি: স্টার

পদ্মা সেতু দিয়ে প্রথম ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজারের বেশি মোটরসাইকেল।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ হাজার ১০৫টি মোটরসাইকেল পদ্মাসেতু অতিক্রম করেছে।

সন্ধ্যা ৮টা ১০ মিনিটে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রথম দিনে সামগ্রিক অভিজ্ঞতা বেশ ভালো কারণ বেশিরভাগ মোটরসাইকেল চালক নির্দেশাবলী মেনে লেন অনুসরণ করেছেন।'

গত বছর পদ্মাসেতু খুলে দেওয়ার একদিন পর মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে গত মঙ্গলবার একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেওয়ার নির্দেশনা দেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের মোটরসাইকেল চালুর বিষয়টি অবহিত করেন।

মঞ্জুর হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে মধ্যরাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৬ হাজার ২১৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৫৪১টি বাইক ছিল।

অন্যদিকে জাঞ্জিরা প্রান্ত থেকে মোট ৭ হাজার ৯১৮টি যানবাহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। যানবাহনের মধ্যে ৫৬৪টি বাইক ছিল।

 

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

5h ago