‘পদ্মা সেতু থেকে ৯ মাসে ৬০৩ কোটি টাকা টোল আদায়’

পদ্মা সেতু। ছবি: আনিসুর রহমান/স্টার

উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-২০ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের আরও জানান, ১৯৯৮ সালের ২৩ জুন উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়।

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

1h ago