নিরাপদ মজুত নিশ্চিতে ৪ লাখ টন চাল আমদানি করবে সরকার

সরকার ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে খাঁদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও যেন নিরাপদ মজুত না কমে সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, নিরাপদ খাদ্যের মজুত ১৩ দশমিক ৫০ লাখ টন। আমরা নভেম্বর পর্যন্ত হিসাব করেছি, এখন মজুত সন্তোষজনক।
তবে মজুত যেন না কমে সেজন্য আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে, বলেন তিনি।
সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ও পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে গতকাল পর্যন্ত চাল, ধান ও গম মিলিয়ে মজুত ছিল ১৮ দশমিক ৭৭ লাখ টন, যার মধ্যে চালের পরিমাণ ছিল ১৫ দশমিক ৫৩ লাখ টন।
Comments