ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে ইসির বক্তব্য জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট

বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে তাদের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্ট।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আগামীকাল আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ ঢাকার একটি ট্রাইব্যুনালের রায় এবং ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণার বিষয়ে ইসির সিদ্ধান্ত উভয়কেই চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানিকালে এই আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আগামীকালও এই বিষয়ে শুনানি পুনরায় শুরু করার জন্য দিন ধার্য করেছেন।

গত ২৬ মে ট্রাইব্যুনালের রায় এবং ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনকারী মো. মামুনুর রশীদ আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।

এর আগে ২২ মে হাইকোর্ট মামুনুরের রিট আবেদনটি খারিজ করে দেন, যেখানে নিম্ন আদালতের রায় এবং ইসির সিদ্ধান্ত স্থগিত করার আবেদন করা হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে ইশরাকের ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ পরিষ্কার হয়ে যায়।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করেন এবং ইসিকে দশ দিনের মধ্যে গেজেট বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন।

ইসি ২৭ এপ্রিল ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশ করে।

এদিকে, ইশরাক হোসেনের আইনজীবী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে ২৬ মে-র মধ্যে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পাঠ করাতে অনুরোধ করে একটি স্মারক নোটিশ জারি করেন।

বিএনপি নেতা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এক নোটিশে বলেছেন যে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৭(২) ধারার অধীনে ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে না পারলে এলজিআরডি সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের শুনানিতে মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু উপস্থিত ছিলেন এবং ইশরাকের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago