আজও তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা ব্যাহত

নগর ভবন। আজ দুপুরে তোলা চিত্র। ছবি: স্টার

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার জন্য তাদের কর্মসূচি স্থগিত করলেও, আজ শনিবার দুপুর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের কার্যক্রম পুরোপুরি বন্ধই আছে।

ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা জানান, শনিবার সকালে তারা অফিসে এলেও নগর ভবনের ফটক তালাবদ্ধ দেখতে পান এবং ফিরে যেতে বাধ্য হন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।'

এদিকে আজ সকালেও নগর ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন ইশরাক হোসেনের সমর্থক ও ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মচারীরা। সমাবেশ থেকে তারা অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবি জানান।

ডিএসসিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'গত শনিবার থেকে নগর ভবনে সিটি করপোরেশনের সব নাগরিকসেবা বন্ধ রয়েছে। আজও সেই অবস্থা অব্যাহত আছে।'

অন্যদিকে ইশরাক হোসেনের সমর্থকদের সংগঠন 'ঢাকাবাসী'র সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নগর ভবনে তালা আমি বা ইশরাক হোসেন দেইনি। এটা ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত কাজ, যারা ইশরাক হোসেনকে ভালোবাসেন। একইসঙ্গে ডিএসসিসির কর্মীরাও কর্মবিরতির মাধ্যমে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করছেন। আমার কাছে চাবি নেই, তাই তালা খোলাও সম্ভব নয়।'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago