সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ছবি: এমরান হোসেন

সোহরাওয়ার্দী উদ্যানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর আজ রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকেরা থানা ঘেরাও করেন।

পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুরের সঙ্গে বৈঠকে ন্যায়বিচারের আশ্বাস পেয়ে তারা সেখান থেকে সরে যান।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে টিএসসির রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে আইইআর-এর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২টার দিকে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়ে সংহতি জানান।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

10h ago