প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী

অন্নপূর্ণা-১ জয় করলেন পর্বতারোহী বাবর আলী। ছবি: সংগৃহীত
অন্নপূর্ণা-১ জয় করলেন পর্বতারোহী বাবর আলী। ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে আজ বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্যতম কঠিন পর্বত অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট) সফলভাবে আরোহণ করেছেন স্বনামধন্য বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি মতে, বাবর আলীর পর্বতশীর্ষে আরোহণের খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের সত্ত্বাধিকারী মোহন লামসাল।

অন্নপূর্ণা–১ অভিযানে এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীছবি: মাকালু অ্যাডভেঞ্চারের ফেসবুক পেজ থেকে নেওয়া
অন্নপূর্ণা–১ অভিযানে এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীছবি: মাকালু অ্যাডভেঞ্চারের ফেসবুক পেজ থেকে নেওয়া

বাবর আজ সকালে তার গাইড ফূর্বা অংগেল শেরপাকে সঙ্গে নিয়ে আট হাজার ৯১ মিটার উঁচু শৃঙ্গ জয় করেন। 

পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

বাবরের এই অর্জনটি বাংলাদেশীদের পর্বতারোহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি মাইলফলক। 

 

Comments