হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ২০

ভারতে হিমালয় পর্বতে তুষারধসে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে।
হিমালয় পর্বতমালায় আরোহণের সময় পর্বতারোহীদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। ছবি: রয়টার্স

ভারতে হিমালয় পর্বতে তুষারধসে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে।

বিবিসি জানায়, উত্তরাখণ্ডে ৭ জন প্রশিক্ষক ৩৪ প্রশিক্ষণার্থীকে নিয়ে পর্বত আরোহণ অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে। সেসময় পর্বত চূড়া থেকে তুষার ধসে তাদের ওপর পড়ে।

এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২০ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

হতাহতরা সবাই নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের সদস্য। তারা ১৮ হাজার ৬০২ ফুট উচ্চতার দ্রৌপদী ডান্ডা-২ পর্বত থেকে নেমে আসার সময় তুষারধসের কবলে পড়েন।

প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

Comments