সন্জীদা খাতুন আর নেই

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সন্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাত্র পাঁচ বছর বয়সে তিনি রবীন্দ্রসংগীত শেখা শুরু করেন। ধীরে ধীরে সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছেন।
যে ছায়ানটের মাধ্যমে আজ সারা দেশে রবীন্দ্রসংগীতের চর্চা, শিক্ষা ও বিকাশ ঘটছে, সেই ছায়ানট প্রতিষ্ঠা পেয়েছে সন্জীদা খাতুনের হাত ধরেই।
বাংলা একাডেমির বারান্দায় ১৯৬৩ সালে সন্জীদা খাতুনের উদ্যোগে প্রথম সঙ্গীত শেখার ক্লাস শুরু হয়। এই সময় রবীন্দ্রসঙ্গীত শেখাতেন সন্জীদা খাতুন ও ফরিদা মালিক, নজরুল সঙ্গীত শেখাতেন সোহরাব হোসেন, তবলা শেখাতেন বজলুল করিম, বেহালা ও সেতার শেখাতেন মতি মিয়া। ওই বছরই ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের জন্ম হয়।
আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ছায়ানট সংস্কৃতি ভবনে সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
Comments