যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৫ দেশে শেখ হাসিনা ও পরিবারের সম্পদের তথ্য

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৫ দেশে সম্পদের তথ্য পাওয়া গেছে।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অর্থপাচার সংক্রান্ত যৌথ তদন্ত দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়। 

প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও পরিবারের সম্পদ অনুসন্ধান করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে।

এছাড়া, তাদের নামে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান 'স্লাশ ফান্ডের' অস্তিত্ব পাওয়া গেছে।

অপরদিকে, তাদের বিভিন্নজনের নামে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা, রাজউকের ৬০ কাঠা প্লট, ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাট ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। ছয়টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে।

এছাড়া, শেখ হাসিনা পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শফিকুল আলম জানান, বিআইএফইউ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দুদকে পাঠিয়েছে।

এছাড়া, বিএফআইইউ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ৫ কোটি ১৫ লাখ টাকা জব্দ করেছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

42m ago