কারিগরি ত্রুটি, বিমানের ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ

ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে পিটিআই।
নাগপুর বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু বহনকারী ফ্লাইটটি বুধবার ভারতীয় সময় মধ্যরাতে পথ পরিবর্তন করে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। আরেকটি ফ্লাইটে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
Comments