মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা

ঢাকা মেট্রোরেল। স্টার ফাইল ছবি

মতিঝিল-উত্তরা রুটে দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এ যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দিয়েছে প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), বাংলাদেশ। 

#মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience) শিরোনামের এ প্রতিযোগিতায় সব নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনকার অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনার পাশাপাশি রাজধানীর নগর-পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহণকারীদের #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail) হ্যাশট্যাগ ব্যবহার করে সর্বোচ্চ ২ মিনিট দৈর্ঘ্যের ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পর অংশগ্রহণকারীদের এই লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে।

হ্যাশট্যাগসহ ভিডিও আপলোড করার শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগীরা কেবল নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। এটাও নিশ্চিত করতে হবে যে তারা মৌলিক কনটেন্ট আপলোড করছেন। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে। 

প্রতিযোগিতার সেরা তিন ভিডিওর জন্য দেওয়া হবে মোট ৫০ হাজার টাকা। এ আয়োজনের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে জাইকা বাংলাদেশের ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

2h ago