যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তারাই ডেভিল হান্টের টার্গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/09/23212.jpg)
ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডেভিল হান্ট অপারেশনে মূলত টার্গেট কারা সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ডেভিলরা। ডেভিল মানে কী- শয়তান, তারাই এর টার্গেট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী তারাই এর টার্গেট।'
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাঁচ জন পুলিশ কর্মকর্তাকে গাজীপুরের ঘটনায় আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুরে যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যাদের আনা হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে।
Comments