বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী: ফরহাদ মজহার
বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি জানিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী।
তিনি আরও বলেন, এটা বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে পুনঃপ্রতিষ্ঠা করা।
আজ শুক্রবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত 'গণ সার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন: প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি' শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
'এই গণঅভ্যুত্থান সফল হতো না, যদি খালেদা জিয়া নির্বাচন করবেন না—এই নীতিতে অটল না থাকতেন। বিএনপি যদি খালেদা জিয়াকে সম্মান করে, তাহলে আজকে ছাত্রদের সঙ্গে এসে দাঁড়ানো উচিত,' যোগ করেন তিনি।
Comments