শিশু একাডেমিতে ‘কিডস টাইম মেলা’ ২৪-২৬ জানুয়ারি

কিডস টাইমের বিগত আয়োজনে আনন্দে মেতে ওঠে শিশুরা। ছবি: সংগৃহীত

শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা।

আগামী ২৪-২৬ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা।

মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কিডস টাইমের এবারের আয়োজনে প্রায় ২৫ হাজার পরিবার অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, 'এবারের ইভেন্টের লক্ষ্য হলো ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কাজ করে এমন ব্র্যান্ড ও উদ্যোগগুলোকে একসঙ্গে করা।'

তিন দিনব্যাপী কিডস টাইম মেলায় শিশুদের জন্য থাকছে পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ বেশ কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। সঙ্গে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা ও আকর্ষণীয় পুরস্কার থাকছে।

কিডস টাইম মেলা এবার নিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলা চলাকালীন স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন।

https://fair.kidstimebd.com লিংকে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে।

আগ্রহী স্কুলগুলো কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারবেন। স্কুলের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি।

Comments

The Daily Star  | English

More than 100 detained so far in Gopalganj joint forces drive: police

Videos of the incidents of violence in the southern district yesterday are being collected and analysed to identify perpetrators

3h ago