আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ-সমাবেশ

বান্দরবানে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে।

দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একই ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে শেষ হয়। সেখানে সমাবেশ করেন স্থানীয় আদিবাসী ছাত্র-জনতা।

বান্দরবানে দুপুর ২টায় রাজার মাঠ থেকে থেকে একই ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলার মুক্তমঞ্চের সামনে সমাবেশ করে।

সমাবেশগুলোতে বক্তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর 'স্টুডেন্ট ফর সভারেন্টি'র সদস্যদের হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের বিচারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনও কোনো আশ্বাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করে আদিবাসী শিক্ষার্থীরা। সেখানে তাদের ওপর হামলায় অন্তত ১০ আদিবাসী শিক্ষার্থী ও তাদের সমর্থক আহত হন।

আজকের সমাবেশগুলোতে সেই গ্রাফিতি পুনর্বহালের দাবি জানানো হয়।

রাঙামাটির সমাবেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে এক বক্তা বলেন, 'আদিবাসী হিসেবে স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।'

বান্দরবানে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া, একই দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার শাখা।

আজ দুপুর ২টায় মৌলভীবাজারের চৌমুহনা চত্বরে শুরু হয় এই প্রতিবাদ সমাবেশ।

পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি অপসারণেরও নিন্দা জানান তারা।

বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাংয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনক দেববর্মার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।

 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

2h ago