সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র সমাবেশ
সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন।
সংক্ষিপ্ত এ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক অধ্যাপক ড. গীতিআরা নাসরিন।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবি জানানো হয় সমাবেশে।
'বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য কেন', 'বিচ্ছিন্নতাবাদী বলার আগে রাষ্ট্রের কাঠামোতে সম্পৃক্ত করুন', 'আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে'সহ নানা প্ল্যাকার্ড নিয়ে তারা সমাবেশে অংশ নেন।
Comments