ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

high court
স্টার ফাইল ফটো

রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আজ সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন।

একই রুলে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের 'জাতীয় শহীদ' ঘোষণা করে একটি বস্তুনিষ্ঠ তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ বছরের মে মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক এই রিট করেছিলেন।

আজ আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

Comments