জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক কাল বিকেল ৪টায়
জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামীকাল বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হবে।
গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবারের বৈঠকের কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং কীভাবে সরকার এতে ভূমিকা রাখবে তা সেদিনই জানানো হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে।'
Comments