জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/01/05/whatsapp_image_2025-01-05_at_17.30.38.jpeg)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।
আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, 'জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশকিছু কথা শুনেছি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। এটা নিয়ে সামনে কিছু অগ্রগতি দেখা যাবে।'
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।
Comments