স্বজনদের কাছে ফিরলেন ভারতে আটক ৯০ জেলে ও নৌকর্মী
ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন। আজ সকালে সেখানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে একটি বন্দী বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়। গত রাতে 'এফবি লায়লা-২' ও 'এফবি মেঘনা-৫' নামের দুটি নৌযানসহ তাদেরকে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের জেটিতে আনা হয়।
একইভাবে গত অক্টোবরে আটক হওয়া ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে মুক্তি দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশি ৭৮ জন জেলে ও নৌকর্মীদেরকে দুটি মাছ ধরার নৌযানসহ গত ৯ ডিসেম্বর আটক করেছিল ভারত। সাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করেছিল ভারতের কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক এ কথা জানান, বাকি ১২ জনকে গত বছরের ২২ সেপ্টেম্বর সাগর থেকে উদ্ধার করে ভারতের কোস্ট গার্ড। সাগরে তাদের নৌযান ডুবে যাওয়ার পর এই উদ্ধার অভিযান চালিয়েছিল ভারত।
কোস্ট গার্ড জেটিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোস্ট গার্ডের একটি টহল নৌযান গত রাতে খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত দুটি মাছ ধরার ট্রলারকে পথ দেখিয়ে নিয়ে আসে।
Comments