রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে পড়ে রুশ নারীকর্মীর মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে পড়ে একজন রুশ নারীকর্মী প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় মারা যাওয়া কেসিন পোশতাহুক রূপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি স্বামীর সঙ্গে গ্রিন সিটির নয় নম্বর ভবনের চতুর্থ তলায় থাকতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভবনের চারতলা থেকে নিচে পড়ে যেতে দেখা যায় কেসিনকে। প্রকল্পের নিরাপত্তাকর্মীরা গ্রিন সিটির হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার ভোরে তার মরদেহ গ্রিন সিটির হাসপাতাল থেকে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি শহিদুল জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত বক্তব্য পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।
Comments