৩ ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

পুলিশের তিন ডিআইজিসহ ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া, আরও ৪৮ কর্মকর্তার নতুন করে পদায়ন করা হয়েছে। 

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে এবং এপিবিএনের ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আরও আছেন ৮ অতিরিক্ত ডিআইজি, ৫ পুলিশ সুপার, ২ যুগ্ম-কমিশনার ও একজন উপকমিশনার।

আরেকটি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২২ উপকমিশনার, ২৩ পুলিশ সুপার ও ৩ এআইজিকে নতুন করে পদায়ন বা বদলি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago