রিউমর স্ক্যানারের প্রতিবেদন

নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণ দাবিতে মিথ্যা প্রচারণা

ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

রাতে এক নারীর পুকুর থেকে উঠে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণের দাবি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

শুক্রবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ওই ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে, তার সঙ্গে ডাকাত দলের সম্পৃক্ততার থাকার অভিযোগ রয়েছে। তিনি পালানোর সময় ওই দৃশ্য ধারণ করা হয়। 
ওই নারী গ্রামবাসীর হাতে আটক, তাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

'আমরা নিশ্চিত হয়েছি, ওই নারী হিন্দু না; তার নাম লাভলী আক্তার,' জানায় রিউমর স্ক্যানার।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সূত্র ধরে অনুসন্ধানে, আড়াইহাজার টাইমস নামে একটি ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একই ভিডিও পাওয়া যায়। সেখানেও ক্যাপশনে উল্লেখ ছিল, ওই নারী ডাকাতির সঙ্গে জড়িত। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, ওই ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে সময় নিউজ। যেখানে ভিডিও থেকে ছবি ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত বিল্লাল (৪৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। তার নারী সহযোগী লাভলী আহত হয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, আড়াইহাজারে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। ওই ডাকাতের 'সহযোগী' এক নারী আহত হয়ে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে৷

ওই নারী সাংবাদিকদের বলেন, তিনি একজন যৌনকর্মী। গ্রামবাসীর চিৎকার শুনে ভয়ে তিনিও দৌড়ে পালানোর চেষ্টা করেন৷ গ্রামবাসী তখন তাকে ধাওয়া দিলে তিনি একটি একটি পুকুরে ঝাঁপ দেন৷ সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসির ভাষ্য, ওই নারীও ডাকাতদলের সদস্য৷ এ ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে৷ এ সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন৷

রিউমর স্ক্যানারকে এনায়েত হোসেন নিশ্চিত করেছেন, ওই নারীর নাম লাভলী আক্তার এবং তিনি মুসলিম।

নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মেহেদী ইসলাম রিউমর স্ক্যানারকে বলেন, 'ওই নারী হিন্দু না; মুসলিম। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ প্রোপাগান্ডা।'
 

Comments

The Daily Star  | English
Mahfuj Alam

Dialogue on July proclamation next week: Mahfuj Alam

He said that all political parties and other stakeholders will participate

20m ago