আড়াইহাজারে ‘ডাকাত’ পিটিয়ে হত্যা, ‘সহযোগী’ নারী আহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামবাসীর পিটুনিতে এক 'ডাকাতের' মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এ ঘটনায় ওই ডাকাতের 'সহযোগী' এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

নিহত মো. বিল্লাল ওরফে বিল্লাল ডাকাত (৪৫) একই ইউনিয়নের নারান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে৷ পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে বলে জানান ওসি এনায়েত৷

স্থানীয় লোকজন ও প্রাথমিক তদন্তের বরাতে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত কাহেন্দী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়৷ পরে বিল্লালকে ধরতে পারলে তাকে বেধড়ক মারধর করেন লোকজন৷ এ সময়ে ডাকাতদলের এক নারী সহযোগীকেও মারধর করেন গ্রামবাসী৷

আহত ২৫ বছর বয়সী ওই নারী পুলিশি হেফাজতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান এনায়েত হোসেন৷

তবে চিকিৎসাধীন ওই নারী সাংবাদিকদের বলেন, তিনি একজন যৌনকর্মী। গ্রামবাসীর চিৎকার শুনে ভয়ে তিনিও দৌঁড়ে পালানোর চেষ্টা করেন৷ গ্রামবাসী তখন তাকে ধাওয়া দিলে তিনি একটি একটি পুকুরে ঝাঁপ দেন৷ সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসির ভাষ্য, ওই নারীও ডাকাতদলের সদস্য৷ এ ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে৷ এ সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন৷

নিহত বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ আজ দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি৷

Comments