দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।
জহুরুল হক ২০২১ সালের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে যোগদান করেন। গত বছরের ২৯ অক্টোবর তিনি পদত্যাগ করেন। একই দিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।
Comments