রিউমর স্ক্যানারের প্রতিবেদন

রাজশাহীতে মুসলিম ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনাকে হিন্দু ব্যক্তিকে হত্যার দাবিতে অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে একটি ভিডিও সংযুক্ত করে দাবি করা হয়েছে, ভিডিওটি নয়ন নামে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির এবং তাকে রাজশাহীর বাগমারার মচমেল গ্রামে জামায়াতে ইসলামী হত্যা করেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজশাহীর বাগমারায় পুকুর থেকে উদ্ধারকৃত মরদেহটি কোনো হিন্দু ব্যক্তির নয়, বরং নয়ন মিয়া নামে একজন মুসলিম ব্যক্তির। এ ছাড়া, তার মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এমডি ইস্রাফিল পিটু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২২ ডিসেম্বর ভোররাত ১টায় প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

ফেসবুক পোস্টটির ক্যাপশনে সংযুক্ত ভিডিওটি সম্পর্কে বলা হয়, 'আজ রাজশাহী জেলা বাগমারা উপজেলায় মচমইল গ্রামে নয়ন নামের এক যুবকের লাশ পাওয়া গেছে।'

এর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক ইনকিলাবে ২১ ডিসেম্বরে প্রকাশিত 'রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার' শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, 'রাজশাহীর বাগমারায় পুকুর থেকে নয়ন মিয়া (৩৮) নামে এক মাদকসেবী ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বড়পুকুর গ্রামের আফাজ উদ্দীনের পুত্র।'

অর্থাৎ, নিহত ব্যক্তি ও তার পিতার নাম দেখে প্রতীয়মান হয় যে নিহত নয়ন মিয়া হিন্দু নয় বরং মুসলিম ছিলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের বরাতে প্রতিবেদনটি থেকে জানা যায়, মাদক সেবনের কারণেই ভ্যান চালক নয়ন মিয়ার মৃত্যু হয়েছে। তারপরও প্রকৃত ঘটনা জানার জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামের সঙ্গে। তিনি প্রচারিত দাবিটিকে গুজব হিসেবে নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং নয়নকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামত বা তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাছাড়া, নয়ন মিয়া মুসলিম। তিনি হিন্দু ধর্মাবলম্বী এমন কোনো তথ্য ওসি শোনেননি।

অর্থাৎ, রাজশাহীতে পুকুর থেকে উদ্ধারকৃত মরদেহটি মুসলিম ব্যক্তির এবং কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সুতরাং, রাজশাহী বাগমারায় মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনাকে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে হত্যার যে দাবি করা হচ্ছে, তা মিথ্যা।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

1h ago