‘চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে’

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, 'শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো, জুলাই-আগস্টে যে ১৫০০ মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি।'

'এর আগে যত গুম হয়েছে, তিনি তো সরকারপ্রধান ছিলেন। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে, যা দেশের জনগণের টাকা। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি,' যোগ করেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, 'শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যার্পনের জন্য চাওয়া যায়।'

'আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি। এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যার্পন চাইব,' বলেন তিনি।      

আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, 'ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সঙ্গে "ন্যায় ও মর্যাদার" সম্পর্ক চায়।'

ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব।'

Comments

The Daily Star  | English

Lutfozzaman Babar walks out of jail after 17 years

Babar's brother-in-law, Shadot Rahman, said that Babar walked out of the jail around 1:45pm

31m ago