আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, 'পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে।'

'যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা, তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে,' বলেন তিনি।

প্রেসসচিব আরও বলেন, 'তারা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে। এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে।'

তিনি বলেন, 'এগুলো আমরা দেখছি। আমাদের কড়া বার্তা, যারা এসব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।'

শফিকুল আলম আরও বলেন, 'প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।'  

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

38m ago