সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন কংগ্রেসম্যানের আহ্বান
সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড শেরমান।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার এই কংগ্রেস সদস্য বলেন, 'হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা দূর করতে বর্তমান প্রশাসনকে নেতৃত্ব দিতে হবে।'
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে ও পরে বিক্ষোভের সময় হত্যা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের উত্থাপন করা অভিযোগগুলো তদন্তের আহ্বানও জানান ব্র্যাড শেরমান।
Comments