নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কারিগরি সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গোয়েন লুইস

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন জাতিসংঘকে জানিয়েছেন, তিনি কমিশনের স্বাধীনতা এবং নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন পাবে।

তিনি জানান, নির্বাচন কমিশনকে সমর্থন দিতেই তারা এসেছেন এবং কারিগরি বিষয়ে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আজ আলোচনা করেছেন।

গোয়েন লুইস বলেন, 'এটি প্রাথমিক বৈঠক। আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব এবং সহযোগিতা বাড়াব।'

তিনি বলেন, 'আমরা সত্যিই আনন্দিত যে কমিশন সম্পূর্ণ স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করেছে এবং তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।'

নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, 'নির্বাচনের সময়সূচি নিয়ে কথা হয়নি। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা অন্তর্বর্তী সরকার নেবে।'

তিনি বলেন, 'আমি মনে করি না যে এটা আমাকে সন্তুষ্ট করার বিষয়; এটা বাংলাদেশের জনগণের সন্তুষ্টির বিষয়।'

'তিনি (সিইসি) জানিয়েছেন, তারা স্বাধীনতা এবং নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি মনে করি, একটি সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন এমন একটি বিষয় যা আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি।'

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম জানান, নির্বাচনে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। যেমন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কারিগরি সহায়তা বা প্রশিক্ষণ প্রদান, কমিশনের অন্যান্য প্রয়োজন মেটানো। এ বিষয়ে তারা কাজ করতে আগ্রহী।

Comments

The Daily Star  | English

Push-ins from India cross 1,000

Bangladesh alleges human rights violations

36m ago