রিউমর স্ক্যানারের প্রতিবেদন

বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়নি

ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

'বাংলাদেশে ভারতীয় স্যাটেলাই চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করা হয়েছে'—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি 'বাংলাদেশ বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল' শীর্ষক দাবির একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। একই তথ্য ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলাও তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি। বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুজব বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে আমার জানা থাকত।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গেও কথা বলে রিউমর স্ক্যানার টিম।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল বলেন, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া আমার জানামতে বর্তমান সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেননি। ভারতীয় সব স্যাটেলাইট চ্যানেলগুলো চলমান রয়েছে।

Comments

The Daily Star  | English

Push for influence-free police force stalls

The formation of an independent police commission now appears highly unlikely under the current government, as the home ministry has excluded the proposal from its action plan for the coming year.

4h ago