চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় বহু মানুষ অংশ নেন। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়।

পরে সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

উভয় জানাজাতেই আইনজীবীদের পাশাপাশি স্থানীয়রা অংশ নেন।

বিকেলে লোহাগাড়ায় আরেকটি জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
 

Comments

The Daily Star  | English

Gas crisis hits households, industries

Inadequate gas supply has been forcing Farzana Akter and Rabiul Islam to eat at restaurants every morning for two weeks.

8h ago