লটারি নয় পরীক্ষায় ভর্তির দাবিতে রেসিডেনসিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেছে।
আজ রোববার সকাল ১০টার দিকে স্কুলটির প্রায় আড়াইশ শিক্ষার্থী মিরপুর রোডে বিক্ষোভ শুরু করে। এসময় তারা 'লটারি না মেধা' বলে স্লোগান দেয়। অনেককে রাস্তায় বসে পড়তে দেখা যায়।
কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা চাই লটারির মাধ্যমে নয় তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সবাই এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।
শিক্ষার্থীদের বিক্ষোভে সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। পরে সকাল পৌনে ১১টার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান।
Comments