ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমছে বাস ভাড়া, হরতাল প্রত্যাহার

সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাস ভাড়া ৭০ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

এ ঘোষণার পর রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি।

এর আগে বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

বাস ভাড়া কমানোর ঘোষণার সময় বাস মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, 'ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, প্রতিটি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ ভাড়া সোমবার থেকে কার্যকর করা হবে।'

এ সময় তিনি যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাদের রোববারের ডাকা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান।

জেলা প্রশাসকের ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, 'কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোবাইল ফোনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানিয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া ৫০ টাকা, এসি বাস ভাড়া ৭০ টাকা এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, অন্য রুটগুলোতেও সিএনজিচালিত বাস ভাড়া নির্ধারণে কমিটি গঠন করার কথা ডিসি জানিয়েছেন। আমরা এ ঘোষণা গ্রহণ করছি ও সাধুবাদ জানাচ্ছি। আমাদের দাবিগুলোর একটি সুরাহা জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে।'

তিনি বলেন, 'আমরা মনে করছি, আন্দোলনের মাধ্যমে যে প্রাপ্তি, এটি জনগণের বিজয়। বাস ভাড়া বৃদ্ধির পরে কমানোর নজির বাংলাদেশে খুব কম। নারায়ণগঞ্জে ২০১১ সালে এবং আজকেও যৌক্তিক কারণে কমিয়েছি। চাঁদাবাজ মাফিয়ারা বিতাড়িত হয়েছে। তাদের নির্ধারিত ভাড়া কখনোই চলতে পারে না।'

এর আগে ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টানা নয়টি কর্মসূচির ঘোষণা দেয় যাত্রী অধিকার ফোরাম।

বাস ভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেওয়া হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা নির্ধারণের দাবি ছিল সংগঠনটির। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছিলেন সংগঠনটির নেতারা।

নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বাস ভাড়া কমানোর পক্ষে তাদের অবস্থান জানিয়েছে।

বাস ভাড়া কমাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। গত কয়েকদিনে জেলা প্রশাসকের নেতৃত্বে যাত্রী অধিকার ফোরাম, বাসমালিক ও সরকারি কয়েকটি দপ্তরের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে। তবে, বাস ভাড়া কমানোর বিষয়ে গতকাল শুক্রবার পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ফলে, রোববার হরতাল পালনের প্রস্তুতি নিচ্ছিলো যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

আজ সারাদিন শহরে হরতাল সফল করার আহ্বানে মাইকিংও হয়েছে। তবে, শেষ সময়ে জেলা প্রশাসকের ঘোষণার পর হরতাল কর্মসূচি থেকে সরে এসেছেন তারা।

Comments

The Daily Star  | English

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

8h ago