কারও নামে হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বরিশাল পুলিশ লাইনসে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টিটু দাস/স্টার

কারও নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, 'দেশের কোথাও চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন। যদি কেউ ব্যবস্থা না নেয় তাহলে তা আইজিপির নজরে আনুন।'

তিনি বলেন, 'এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের মামলা করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য।'

'যদি এ ধরনের মামলা নেওয়া হয়, তাহলে বাদীর বিরুদ্ধে যেন অ্যাকশনে নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলার দিয়েছ, যেন এ ধরনের মামলা না নেওয়া হয়,' বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে।'

পুলিশ বাহিনী সংকট কাটিয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, 'পুলিশবাহিনী আগের চেয়ে ইমপ্রুভ হচ্ছে, সময় লাগবে। আমি এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এরকম কোন আলাদিনের চেরাগ নাই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। একটা ট্রমার ভেতর দিয়ে গেছি, আমাদের সময় দিতে হবে।'

মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

এর আগে, দুপুরে বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago