বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি

রিজভীর বক্তব্যে বিএনপির সংশোধনী

রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মত প্রকাশ করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্য ডেইলি স্টারসহ একাধিক গণমাধ্যমে তার এই বক্তব্যসহ সংবাদ প্রকাশের পর এ বিষয়ে সংশোধনী পাঠিয়েছে বিএনপি।

দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সই করা সংশোধনীতে রিজভীর বরাত দিয়ে উল্লেখ বলা হয়, 'আজ গণমাধ্যমে প্রকাশিত "বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে" মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত: ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।'

'শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিৎ নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।'

 

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

17h ago