শাহবাগে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার আহ্বান সরকারের
জনদুর্ভোগ কমাতে রাজধানীর শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছে সরকার।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
বিভিন্ন দাবির বিষয়ে সরকারের একটি কমিটি আছে জানিয়ে দাবি নিয়ে সভা-সমাবেশ না করে কমিটির সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, 'রাস্তায় সভা-সমাবেশ করলে জনদুর্ভোগ হয়।'
বৈঠক সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, 'পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেপ্তারে জোরদার করতে হবে।'
বৈঠকে অপরাধী ও বিভিন্ন আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিডিয়া উইং থেকে নিয়মিত আপডেটের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সব আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আরও বলেন, 'জামিনে মুক্ত শীর্ষ অপরাধীরা অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের দ্রুত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। কত অস্ত্র উদ্ধার হয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আরও তথ্য জানাতে পুলিশ সংবাদ সম্মেলন করবে।'
'লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে,' যোগ করেন তিনি।
Comments