অসহযোগিতা করলে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ: আসিফ মাহমুদ

ছবি: ইউএনবি

অসহযোগিতা করলে প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে শনিবার জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন।

দ্রব্যমূল্য প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার বিষয়ে চট্টগ্রামের কর্মকর্তাদের সদিচ্ছার অভাব রয়েছে। বাজারে দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করতে হবে।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর আগে, সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন আসিফ মাহমুদ।

স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে তিনি হতাশা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

2h ago