১০ বছর আগে খালেদা জিয়ার সভামঞ্চে হামলার ঘটনায় মামলা
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভামঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩০ জনের নামে মামলা করেছেন স্থানীয় বিএনপির এক নেতা। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।
গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি মো. তানভির সিরাজ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় এজাহার জমা দেন।
তিনি বলেন, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। সেদিন সকাল সাড়ে ১১টায় সভামঞ্চে আওয়ামী লীগের নেতারা ভাঙচুর এবং বিএনপি নেতাদের পিটিয়ে আহত করে। মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ।
এ ব্যাপারে জানতে বাসন থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। থানার তদন্ত কর্মকর্তা নন্দ লাল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার বিষয়ে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবেন।
Comments