বাড়ছে না সময়, হজ নিবন্ধন শেষ ৩০ নভেম্বর

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: সংগৃহীত

হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত চিঠি জারি করেছে।

হজে যেতে আগ্রহী, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। 

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। 

তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago