টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি: স্টার

টাইম ম্যাগাজিনের 'টাইম-১০০ নেক্সট' ২০২৪ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম।

প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী।

২ অক্টোবর বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের।

টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে: '২৬ বছর না পেরুতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম।

টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, 'তিনি (এই আন্দোলনের সঙ্গে জড়িত) অনেক প্রতিবাদী নেতার অন্যতম। দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পর আরো ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন নাহিদ। এর কিছুদিন পরই তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে এক দফা দাবি বেঁধে দেন: (শেখ) হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।'

নাহিদ ইসলামের বরাত দিয়ে টাইম উল্লেখ করেছে, 'কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।'

ম্যাগাজিনটি আরো লিখেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই 'জেন-জি উপদেষ্টার' মধ্যে নাহিদ ইসলাম একজন।

'তাদের দায়িত্ব হল ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের ১৫ বছরের শাসনামলে প্রায় ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।'

ম্যাগাজিনটি নাহিদ ইসলামের বরাত দিয়ে বলেছে, 'আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মহামারীর মতো ছড়ানো রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh lags behind in rooftop solar race

Despite significant potential for rooftop solar energy, Bangladesh has lagged behind in development, while Vietnam has emerged as a regional leader in the sector

35m ago