সাইবার সিকিউরিটি আইন অবশ্যই বাতিল করা উচিত: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত।

তবে আইনটি পুরোপুরি না আংশিক বাতিল করা হবে তা পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইন সংশোধনের জন্য সরকারের খসড়া প্রস্তাবের ওপর আইন বিশেষজ্ঞ, অধিকারকর্মী, শিক্ষাবিদ, ভুক্তভোগী এবং সাংবাদিকদের দাবি, মতামত ও পরামর্শের জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। 

তিনি বলেন, 'বাংলাদেশের জনগণকে মুক্ত করতে পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করা হবে। আইন সংস্কারের মাধ্যমে জনগণ এর প্রতিফলন দেখতে পাবে।'

আসিফ নজরুল বলেন, 'আসামি যদি ইতোমধ্যে আদালতে দোষী সাব্যস্থ হয়ে থাকে, তাহলে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের দায়ের করা সেই মামলা প্রত্যাহার করতে পারবে না।'

'দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে,' যোগ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে।'

তিনি বলেন, 'মানুষের মনের ভয়ের কারণেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা দরকার। আমাদের সম্পর্কে মন্তব্য করায় এ আইনে দুটি মামলা করা হয়েছে। এ কারণে আমরা এখন বিব্রত। একটি সিদ্ধান্ত নেওয়া দরকার যেন এ আইনের অধীনে আরও মামলা না হয়।'

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago