আবু সাঈদ হত্যা: ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আসামিরা দেশ ছেড়ে পালাতে পারেন বলে শঙ্কার কথা জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি আদালতে দেওয়া এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এই আদেশ দিয়েছেন।

আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত শুনানি শেষে ৩০ সেপ্টেম্বর আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞার লিখিত কপি বৃহস্পতিবার তাদের হাতে আসে বলে জানান তিনি।

আসামিরা হলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আল ইমরান হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পামেল বড়ুয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান আসাদুজ্জামান, এসআই বিভূতিভূষণ রায়, ওসি রবিউল ইসলাম, টগর, বাবুল হোসেন ও শামীম মাহফুজ।

আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও এএসআই আমির আলীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের পর কারাগারে আছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আবু সাঈদের মৃত্যুর এক মাস পর তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩০/১৩৫ জনকে আসামি করা হয়েছে।

Comments

The Daily Star  | English
bad loans in six private banks

Six private banks see bad loans nearly triple in a year

Defaulted loans at six private commercial banks nearly tripled in one year till September 2024, according to central bank data, which bankers term “alarming”.

14h ago