ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে শেবাচিম পরিচালকের পদত্যাগ

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম। ছবি: স্টার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের মুখে আজ পদত্যাগ করেন তিনি।

এর আগে চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম জাহিন বলেন, পরিচালক পদত্যাগের পর আমরা আলোচনায় বসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেব। তবে আরও কিছুক্ষণ সময় লাগবে।

ইন্টার্ন চিকিৎসকরা কাজে না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতালের ভেতরে রোগীর স্বজনদের বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামের এক শিশু মারা যায়। শিশুটি নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে ২৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন।

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেন। সেই সঙ্গে শনিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

আজ সকালে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠকে হাসপাতালের পরিচালক ছাড়াও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহানগর পুলিশের কর্মকর্তা ও জেলা প্রশাসনের একজন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকেরা চার দফা দাবি তোলেন।

ইন্টার্ন চিকিৎসক মশিউর রহমান বলেন, আমাদের দাবির মধ্যে ছিল অপরাধীদের আজকের মধ্যে গ্রেপ্তার, হাসপাতালে ২৪ ঘণ্টা নিরাপত্তায় আনসার সদস্যদের সংখ্যা তিন গুণ বৃদ্ধি; কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য রাখা; শয্যার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ করা; একজন রোগীর সঙ্গে একজন স্বজন রাখা ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago