ছবিতে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম সফরে রয়েছেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌছানোর পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে জাতিসংঘ সদর দপ্তরে যান।

সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিশ্ব নেতারা ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নিইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পরে তিনি সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার কার্যালয়

সফরে ইউনূসের সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহসহ কূটনৈতিক প্রতিনিধিদল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফ। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্টেও বক্তব্য দিয়েছেন।

ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক। ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

 

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

8h ago